আমাদের স্নায়ুতন্ত্র কয়েক বিলিয়ান কোষ নিয়ে গঠিত। এগুলো স্পেশালাইজড সেল। অর্থাৎ সুনির্দিষ্ট একটি কাজ সম্পাদনে পারদর্শী এই কোষগুলো। স্নায়ুতন্ত্রের কোষগুলো মিলে একটি সংযোগ ব্যবস্থা গড়ে তোলে। আ স্পেকটাকুলার নেটওয়ার্ক অফ কানেকশান্স। প্রতিটি মানব মস্তিষ্কের যে পরিমাণ কানেকশান আছে, পৃথিবীতে তার সমপরিমাণ বালুকণাও হয়তো নেই।
স্নায়ুতন্ত্রের কোষ বলতেই আমরা নিউরনকে বুঝে থাকি। নিউরন ছাড়াও নার্ভাস সিস্টেমে তিন ধরণের গ্লিয়াল কোষ থাকে,
