লিখেছেন ডক্টর এম তানভীর হোসেন BDS (DU)
আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যাবস্থায় (immune system) বিভিন্ন ফিজিকাল ব্যারিয়ারগুলোর গুরুত্ব খুবই বেশী। দেহকাঠামোর যে অংশগুলো প্রাকৃতিক ভাবেই জীবাণু-নিরোধী গুণ সম্পন্ন তাদের ফিজিকাল ব্যারিয়ার বলে। যেমন ধরুন আমাদের দেহের ত্বক। রোগে প্রতিরোধের এই ভৌত ব্যাবস্থাগুলোর যত্ন নিতে পারলে ছোট বড় অনেক প্রকার অসুখ বিসুখ থেকেই নিজেদের বাঁচিয়ে রাখা সম্ভব।
