বুধবার, ১১ আগস্ট, ২০২১

নিউরোলজির বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা

 লোকালাইজিং লেশান্স ইন দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম- (সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্ষত বা লেশানের অবস্থান নির্ণয়)

 

রোগীর হিস্ট্রি নিয়েএবং তাকে এক্সামিন করার পরক্লিনিশিয়ানের মনেযেকোন প্যাথলজির প্রকৃতি এবং স্নায়ুতন্ত্রের কোথায় এই প্যাথলজির অবস্থানসেই সমন্ধে একটি ধারণা তৈরী হবে। ব্রেইনস্টেমের এনাটমি অত্যান্ত কুটিল (ইন্ট্রিকেট)। এখানে ক্ষতের অবস্থান (সাইট অফ লেশান) নির্ণয় করাটা বেশ কঠিন।

 

ব্রেইনস্টেমের লেশানগুলো কিছু নির্দিষ্ট উপসর্গ নিয়ে প্রকাশ পায়। উপসর্গগুলোর কারণ সাধারণতঃ ক্রেনিয়াল নার্ভ, সেরেবেলার বা আপার মটর নিউরনের ডিসফাংশান বা অকার্যকারিতা। মূলতঃ ভাস্কুলার ডিজিজ বা রক্তনালীর রোগের কারণে এই লেশানগুলো হয়ে থাকে।

 



 

 

নিউরোলজির বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা

  লোকালাইজিং   লেশান্স   ইন দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম - ( সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্ষত বা লেশানের অবস্থান নির্ণয় )   রোগীর হিস্ট্রি নি...